
গাইবান্ধার ফুলছড়িতে গণতান্ত্রিক সুশাসনে জনস্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের আওতায় সরকারি নীতিমালা বাস্তবায়ন, স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
এসকেএস ফাউন্ডেশনের রিকল প্রকল্পের আয়োজনে রবিবার (১ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুকুম আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শহিদুজ্জামান শামীম, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর বাহরাম খাঁন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এস.এম বিপ্লব, টেংরাকান্দি এম,এ সবুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুস ছালাম, সমাজসেবক বেলাল হোসেন প্রমুখ।