বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আনন্দ উচ্ছ্বাসে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে উপ-সচিব মো. ডা. আব্দুর রাজ্জাক বলেছেন, সামাজিক মূল্যবোধ সৃষ্টি ও উন্নত জাতি গঠনে উন্নত শিক্ষার কোন বিকল্প নেই। আর এ লক্ষ্যকে সামনে রেখে এসকেএস স্কুল এ্যান্ড কলেজ কাজ করে যাচ্ছে। শিক্ষাই জাতির মেরুদন্ড। উন্নত শিক্ষা ছাড়া কোন জাতি এগুতে পারে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত শিক্ষা দেয়ার লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি গতকাল রবিবার গাইবান্ধার উত্তর হরিণ সিংহা এলাকায় অবস্থিত এসকেএস স্কুল এ্যান্ড কলেজের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান মালার ৩য় পর্বে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্কুল এ্যান্ড কলেজের সাফল্য কামনা করে শিক্ষাবোর্ড উপ-সচিব আরো বলেন, সঠিক ও মানসম্মত শিক্ষা বিস্তারে এ প্রতিষ্ঠান গাইবান্ধা তথা সারাদেশে একদিন সম্মানের আসন দখল করবে এটা আমাদের প্রত্যাশা। তিনি দক্ষ ও সুনাগরিক গঠনের লক্ষ্যে কলেজের সাথে যারা জড়িত তাদের সকলকে অভিনন্দন জানান।
এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও এসকেএস ফাউ-েশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোডে উপ-পরিদর্শক মো. আলতাব হোসেন, জেলা সহকারী শিক্ষা অফিসার জেসমিন আরা হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী, অভিভাবক মোছা: মিনার যাদু প্রমূখ।
এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (গার্হস্থ) মোছা. লুৎফুন নাহার এবং সংগীত শিক্ষক পলাশ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মো. মতিউর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার।
এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও এসকেএস ফাউ-েশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন বলেন, এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে, আমরা কোয়ালিটির প্রশ্নে আপস করছি না। শিক্ষক-অভিভাবক সকলের সমন্বয়ে আমাদের সন্তানদেরকে দেশ তথা পৃথিবীর যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।
দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে জাতীয় পতাকা উড়িয়ে ও কেক কেটে কলেজের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের ম্যাগাজিন ‘নবোদয়’ এর মোড়ক উন্মোচন, মেধাবী শিক্ষার্থী, সর্বোচ্চ উপস্থিতি, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সবশেষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য. এসকেএস স্কুল এ্যান্ড কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা প্লে ১ হাজার ১৭৮ জন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষকমন্ডলী রয়েছেন ৪৮ জন। কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৪৪ জন।
জনপ্রিয়

ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

আনন্দ উচ্ছ্বাসে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের সময়: ০২:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে উপ-সচিব মো. ডা. আব্দুর রাজ্জাক বলেছেন, সামাজিক মূল্যবোধ সৃষ্টি ও উন্নত জাতি গঠনে উন্নত শিক্ষার কোন বিকল্প নেই। আর এ লক্ষ্যকে সামনে রেখে এসকেএস স্কুল এ্যান্ড কলেজ কাজ করে যাচ্ছে। শিক্ষাই জাতির মেরুদন্ড। উন্নত শিক্ষা ছাড়া কোন জাতি এগুতে পারে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত শিক্ষা দেয়ার লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি গতকাল রবিবার গাইবান্ধার উত্তর হরিণ সিংহা এলাকায় অবস্থিত এসকেএস স্কুল এ্যান্ড কলেজের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান মালার ৩য় পর্বে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্কুল এ্যান্ড কলেজের সাফল্য কামনা করে শিক্ষাবোর্ড উপ-সচিব আরো বলেন, সঠিক ও মানসম্মত শিক্ষা বিস্তারে এ প্রতিষ্ঠান গাইবান্ধা তথা সারাদেশে একদিন সম্মানের আসন দখল করবে এটা আমাদের প্রত্যাশা। তিনি দক্ষ ও সুনাগরিক গঠনের লক্ষ্যে কলেজের সাথে যারা জড়িত তাদের সকলকে অভিনন্দন জানান।
এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও এসকেএস ফাউ-েশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোডে উপ-পরিদর্শক মো. আলতাব হোসেন, জেলা সহকারী শিক্ষা অফিসার জেসমিন আরা হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী, অভিভাবক মোছা: মিনার যাদু প্রমূখ।
এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (গার্হস্থ) মোছা. লুৎফুন নাহার এবং সংগীত শিক্ষক পলাশ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মো. মতিউর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার।
এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও এসকেএস ফাউ-েশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন বলেন, এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে, আমরা কোয়ালিটির প্রশ্নে আপস করছি না। শিক্ষক-অভিভাবক সকলের সমন্বয়ে আমাদের সন্তানদেরকে দেশ তথা পৃথিবীর যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।
দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে জাতীয় পতাকা উড়িয়ে ও কেক কেটে কলেজের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের ম্যাগাজিন ‘নবোদয়’ এর মোড়ক উন্মোচন, মেধাবী শিক্ষার্থী, সর্বোচ্চ উপস্থিতি, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সবশেষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য. এসকেএস স্কুল এ্যান্ড কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা প্লে ১ হাজার ১৭৮ জন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষকমন্ডলী রয়েছেন ৪৮ জন। কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৪৪ জন।