
ক্যান্সার প্রতিরোধ ও সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য” এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জৈবসার উৎপাদন কেন্দ্রের শুভ-উদ্বোধন ও নিরাপদ খাদ্য নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়ায় স্থানীয় বে-সরকারী সংস্থা নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র বাস্তবায়নে এবং এসো শিখি ও শেখাই প্রকল্পের আওতায় জৈবসার উৎপাদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন।
নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল-মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, উদ্ভিদ ও সংরক্ষণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জিহাদ, কেত্তারপাড়া আইসিএল ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ময়মন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মাহমুদ ও সাংবাদিক রবিউল ইসলাম প্রমুখ। পরে অতিথিবৃন্দ ট্রাইকোডারমা জৈবসারের প্লট উদ্বোধন করেন।
উল্লেখ্য, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি উপজেলায় দীর্ঘদিন থেকে নিরাপদ খাদ্য উৎপাদনসহ ঔষধি গাছের চারা রোপন কার্যক্রম অব্যাহত রেখেছেন।