জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, যে কোন দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে। প্রতিটি শীতার্ত মানুষকে শীতবস্ত্র পৌছে দেয়া হবে।
তিনি আজ মঙ্গলবার গাইবান্ধা সদর পরিষদ পরিষদ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন। শীতবস্ত্র বিতরণকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্ত্তী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হুইপ সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙ্গন কবলিত এলাকার ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।