আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

মাদারগঞ্জে নকল কীটনাশক জব্দ, আটক ব্যবসায়ীর স্ত্রী

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। গতকাল ৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় কীটনাশক ব্যবসায়ী আফজাল হোসেনের ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। আফজাল হোসেন যশোর জেলার মণিরামপুর উপজেলার পাটালা গ্রামের মৃত হামিদুল হোসেনের ছেলে। এ সময় আফজাল হোসেন কে না পাওয়া গেলেও তার  স্ত্রী রওশনারা বেগমকে (৩০) আটক করা হয়েছে। । জানা গেছে, যশোর জেলার বাসিন্দা হলেও আফজাল হোসেন (৪২) দীর্ঘদিন ধরে মাদারগঞ্জের কয়ড়া বাজারের পাশে ভাড়া বাসায় থেকে  কীটনাশকের ব্যবসা করে আসছিলেন। তিনি বিভিন্ন কম্পানির কীটনাশকের লেভেল লাগিয়ে নকল কীটনাশক বিভিন্ন জায়গায় বাজারজাত করতেন। তার এই নকল কীটনাশকের ব্যবসার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মাদারগঞ্জের ইউএনওর কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ইউএনও মো. আমিনুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে গতকাল সন্ধ্যায় কয়ড়া বাজারের পাশেই আফজাল হোসেনের ভাড়া বাসায় অভিযান চালান। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করা হয়।  এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, নকল কীটনাশক অবৈধভাবে বাজারজাত করার অভিযোগে আফজাল হোসেন ও তার স্ত্রী রওশনারার বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় নিয়মিত দায়ের করা হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম   ঘটনার সত্যতা স্বীকার করে  গণ উত্তরন কে  বলেন, কয়ড়া এলাকা থেকে জব্দ করা নকল কীটনাশকের বস্তাগুলো থানা হেফাজতে রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...