ছীটমহল,সীমান্তের সীমানা পিলার,নদী রক্ষা সহ নানা সমস্যা সমাধানের জন্য ডিসি ডিএম সম্মেলনে য়োগ দিতে হিলি ইমিগ্রেশন দিয়ে ভারতের মালদাহ গেলেন ৯ জেলা প্রশাসক সহ ৫৯ জনের একটি প্রতিনিধি দল ।
আজ বৃহস্পতিবার বিকেলে হিলি চেকপোষ্টে পাসর্পোট কার্যসম্প্রদান শেষে জয়পুরহাট জেলা প্রশাসক জাকির হোসাইননের নেতৃত্বে সম্মেলনে যোগ দিতে এই প্রতিনিধি দল ভারতে গমন করেন। এসময় ভারতের মালদাহ এডিম অর্নব শাহ নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জয়পুরহাট জেলা প্রশাসক মো.জাকির হোসেইন জানান, সীমান্তের সীমানা পিলার ,নদী, রেল, , চোরাচালান বিষয় নিয়ে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা করতে ভারতে মালদাহ দুই দিনব্যাপী ডিসি ডিএম সম্মেলন যোগ দিতে যাচ্ছেন তারা।
সম্মেলনে উত্তরাঞ্চলের দিনাজপুর, জয়পুর হাট, নীলফামারী, লালমনির হাট, কুড়িগ্রাম, নওগাঁ, ঠাকুরগাঁ, পঞ্চগড় ও চাপাইনবাবগঞ্জ জেলা থেকে জন প্রশাসন, পুলিশ, বিজিবি, ভুমি জরিপ অধিদপ্তর এর কর্মকর্তারা যোগ দিচ্ছেন। ২ দিন ব্যাপী এই সম্মেলন শেষে আগামী রবিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে।