বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত যুবকের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ১৯৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অসুস্থ অজ্ঞাত এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়া ২২-২৩ বছর বয়সী অজ্ঞাত যুবকটির সন্ধ্যা ৭টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মতিঝিল এলাকায় অজ্ঞাত যুবকটিকে মাটিতে শুয়ে ছটফট করতে করতে পুকুরের পানিতে পড়ে যেতে দেখেন এক রিক্সাভ্যান চালক। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে যুবকটি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কীটনাশক ঔষধের প্যাকেট উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে যুবকটি কীটনাশক পানে আতœহত্যা করে থাকতে পারে। যুবকটির পরিচয় এবং মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয়

ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

গোবিন্দগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রকাশের সময়: ০৭:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অসুস্থ অজ্ঞাত এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়া ২২-২৩ বছর বয়সী অজ্ঞাত যুবকটির সন্ধ্যা ৭টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মতিঝিল এলাকায় অজ্ঞাত যুবকটিকে মাটিতে শুয়ে ছটফট করতে করতে পুকুরের পানিতে পড়ে যেতে দেখেন এক রিক্সাভ্যান চালক। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে যুবকটি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কীটনাশক ঔষধের প্যাকেট উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে যুবকটি কীটনাশক পানে আতœহত্যা করে থাকতে পারে। যুবকটির পরিচয় এবং মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।