আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

ফেনসিডিল বহনকারী ইজিবাইক সহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইজিবাইক ও ১৪০ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মুক্তিয়ার রহমান নামের অপর একজন পালিয়ে যায়।

আজ মঙ্গলবার সকাল ৭টায় হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্পের সামনে হিলি-বিরামপুর সড়ক থেকে ইজিবাইক সহ তাকে আটক করা হয়। আটক জহুরুল ইসলাম হিলির নওপাড়া গ্রামের মৃত এছাহার আলীর ছেলে ও পলাতক মুক্তিয়ার রহমান একই এলাকার অকিল উদ্দিনের ছেলে।

 

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, ইজিবাইকে করে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে হিলি সীমান্তের মুহরাপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় হিলি থেকে বিরামপুরগামী একটি ইজিবাইককে পুলিশ থামার সংকেত দিলে ইজিবাইক থেকে একজন নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে ইজিবাইকটিকে আটক করে ইজিবাইকে থাকা পানির ড্রামের ভেতর হতে ১৪০ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলামকে আটক করা হয়। এঘটনায় মুক্তিয়ার রহমানকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...