নিজস্ব প্রতিবেদক : নওগাঁর বর্ষাইল স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১’শ ৪০ পিচ নেশার এ্যাম্পুলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদর থানার বর্ষাইল স্কুলপাড়া গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে মোঃ ফজলুর রশিদ (৪০) এবং জেলার মহাদেবপুর থানার ভরট্র কোয়ালীপাড়া গ্রামের মোঃ আফাজ উদ্দিনের ছেলে মোঃ সোহেল রানা (২৬)।
ডিবি পুলি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯ টায় ফজলুর রশিদের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ফজলুর রশিদের কাছ থেকে উল্লেখিত পরিমান ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পুল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফজলুর রশিদ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে ডিবি পুলিশ জানায়। অভিযানটি পরিচালন করেন এস আই মিজানের নেতৃত্বে এএসআই ফেরদৌস আলী, এএসআই সোহেল রানাসহ জেলা ডিবি পুলিশের একটি চৌকষ দল। এব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
১৪০ পিচ এ্যাম্পুল সহ গ্রেফতার-২
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময়: ০২:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
- ২২৮ বার পড়া হয়েছে
জনপ্রিয়