
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নব গঠিত কার্যনির্বাহী কমিটির একটি আনন্দ মিছিল বৃহস্পতিবার শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আনন্দ মিছিলটি গাইবান্ধা প্রেস ক্লাবে আসে এবং নব নির্বাচিত কর্মকর্তারা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে নব নির্বাচিত কমিটির সভাপতি মো. শাহ আলম ও সম্পাদক মো. ওয়াশিম আলম গাইবান্ধা জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটি তালিকা ঘোষণা করেন। লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির সুপারিশক্রমে রেজিষ্ট্রার্ড অব ট্রেড ইউনিয়ন আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপ-পরিচালক মো. খোরশেদ আলম এই কমিটি অনুমোদন করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা কর্মকর্তারা হলেন- কার্যকারি সভাপতি আলম মিয়া, সহ-সভাপতি সাজু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. ফিরোজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, ক্যাশিয়ার মো. আলম মিয়া, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, সড়ক সম্পাদক মো. সুজন মিয়া ও শ্রী পান কৃষ্ণ, সদস্য মো. রতন মিয়া, মো. হাকিম মিয়া, মো. মাসুদ মিয়া।