আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

মাছের আড়তে র‌্যাবের অভিযান, ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজধানীর যাত্রাবাড়ীতে মাছের আড়তে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় আফ্রিকান মাগুর ও পচা মাছে লাল রং মিশিয়ে বিক্রি করায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাতে এই অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ লাল রং মেশানো পোয়া মাছ ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করে র‍্যাব।

এই ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে র‌্যাব। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, মানবদেহের জন্য ক্ষতিকর এসব মাছ দীর্ঘদিন ধরেই এ আড়তে বেঁচাকেনা হয়ে আসছিল।

মুনাফালোভী এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...