নিজস্ব প্রতিবেদক :আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুপুরে গাইবান্ধা সরকারি মহিলা কলেজে “মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই জেলার চারজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সংবর্ধনা গ্রহন করে বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম হীরু, বীর মুক্তিযোদ্ধা ও দায়িত্ব প্রাপ্ত কমান্ডার ওয়াশিকার মো: ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম হিরু, ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস,।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু, অধ্যাপক খন্দকার সারওয়ার হোসেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রভাষক মিজানুর রহমান, কলেজের শিক্ষার্থী মেহেরিন হাবিবা তামান্না।
আলোচনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের ৯ মাস যুদ্ধকালিন সময়ের স্মৃতি চারণ করেন।
কলেজের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধাদের স্মৃতি গাঁথা কথাগুলো মনোযোগ সহকারে নিরবতা সহকারে শোনে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কলেজের বিএনসিসি ক্যাডেটরা মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান করে।