
গাইবান্ধার ফুলছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ দিন (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম সেলিম পারভেজ, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।