আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শেখাতে হবে-আবুল হাসান মাহমুদ আলী এমপি

চিরিরবন্দরে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্দ্যোগে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে ৪৮ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, বাংলাদেশের সাফল্য এখন সারা বিশ্বে মর্যাদার আসন করে নিয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় ভাবেন ও কাজ করছেন। বিজয় অর্জনকারী জাতীয় বীরদের সরকার সর্বোতভাবে সহযোগিতা করছে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শেখাতে হবে ।

১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮ টায় স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন।

দিবসটি উপলক্ষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বাংলাদেশ আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মুক্তিযোদ্ধা র‌্যালী, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ, ক্রীড়া অনুষ্ঠান, কুজকাওয়াজ ও ডিসপ্লে, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা, সহকারি কমিশনার(ভূমি) মোঃ মেজবাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিমদ্দিন সরকার গোলাপ, উপজেলা যুবলীগ সভাপতি সুমন দাস প্রমূখ বক্তব্য রাখেন

উক্ত সকল অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...