
নিজস্ব প্রতিবেদক: সহিংসতার শিকার নারী এবং বালিকাদের আইনীসহয়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে “মানুষের জন্য ফাউন্ডেশনের’ সহযোগিতায় এবং এস কে এস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দৈনিক মাধুকর পত্রিকার সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্ধিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর ও বিশিষ্ট সমাজ সেবিকা সাজেদা পারভীন রুনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড,আনিস মোস্তফা তোতন, এ্যাড, শামসুজোহা শামীম।
কর্মশালায় বক্তারা নির্যাতনের শিকার নারী ও বালিকাদের চিকিৎসা সেবা গ্রহন, নির্যাতীত নারীদের দেন মোহর আদায় সহ বিভিন্ন বিষয়ের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সংবাদ কর্মিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোছা: মুক্তা বেগম।