
নিজস্ব প্রতিনিধি. ১২ অক্টোবর: জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে গাইবান্ধা শহরের বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শামস-উল আলম হীরু, বিশেষ অতিথি সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যা হারুন বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জাতীয় শ্রমিকলীগের জেলা সভাপতি খায়রুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় শ্রমিকলীগসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।