আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারের জমি ও সদস্যদের নিরাপত্তার দাবী

গাইবান্ধার ফুলছড়িতে ভূমিদস্যুর কবল থেকে শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারের জমি ও সদস্যদের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনছার আলী সরকার ও কয়েকটি ভ‚ক্তভোগী পরিবার।

লিখিত বক্তব্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আনছার আলী সরকার বলেন, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের ভ‚মিদস্যু আব্দুর রহিম মধূ মিয়া, মনিরুজ্জামান মনি সহ তাদের সংঘবদ্ধ দল জোরপূর্বক ভাবে আমার পিতা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা আহমদ আলী সহ এলাকার নিরীহ মানুষের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জবর দখল করে আসছে। উল্লেখিত ভ‚মিস্যুদের আক্রমণের ভয়ে ভ‚ক্তভোগী পরিবারের লোকজন জমিতে ফসলের আবাদ করতে পারছে না। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আনছার আলী বলেন, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে গত ২ ডিসেম্বর ২০১৯ তারিখে হালচাষ করতে গেলে ভ‚মিদস্যুগণ লাঠি সোটা, দা, কাস্তি, দেশিও অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে আমার জমিতে এসে জমি চাষ দিতে বাধা প্রদান করেন এবং বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেন। বর্তমানে আমি ও আমার পরিবারের কেউ পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে যেতে পারছি না। ভ‚মিদস্যুরা আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত এক একরের অধিক জমি জরব দখল করে আছেন।

তিনি বলেন, ভ‚মিদস্যুরা ইতিপূর্বে আমাকে ও আমার পরিবারের সদস্যদের চিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিকবার থানায় অভিযোগ করেও কোন প্রতিকার হয়নি। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় আছি। তিনি সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় সাংসদ, স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে কাতলামারী গ্রামের ছামছুল হক প্রধান ও প্রতিবন্ধি আনোয়ার হোসেন মাজু কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের প্রত্যেক পরিবারের এক একর করে জমি ভ‚মিদস্যুরা জোরপূর্বক দখল করে নিয়েছেন।

আমাদের পৈত্রিক জমিতে আমরা আবাদ করতে পারছি না। পৈত্রিক জমিহারা এসব মানুষ এর প্রতিকারের দাবী জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মেহেদী হাসান বাবু, সদস্য সচিব আব্দুর রহিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...