
বাংলাদেশ ইউনানী মেডকেল এসোসিয়েশন গাইবান্ধা জেলা কমিটি পুনর্গঠনের লক্ষে সাধারণ সভা আজ দুপুরে স্থানীয় নাট্য সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাকীম নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব হাকিম আ খ মাহবুবুর রহমান।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ হাকীম মোকছেদুল আলম, যুগ্ন-মহাসচিব হাকীম মোঃ রেজাউল করিম, যুগ্ম সাংগঠনিক সচিব আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য হাকীম মোঃ মোস্তাফিজুর রহমান, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবী নেওয়াজ, হাকীম মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আকরাম হোসেন, মোঃ মাহারুজ খান। আলোচনা শেষে হাকীম মোঃ নজরুল ইসলামকে সভাপতি ও হাকীম মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি হাকীম আ খ মাহবুবুর রহমান।