
নিজস্ব প্রতিবেদক:শতবর্ষ পেরিয়ে সমবৃদ্ধির অগ্রযাত্রায় এই শ্লোগানে শতবর্ষ পুর্ভি উদযাপন হয়েছে গাইবান্ধার কিসামত বালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের।
১৯১৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে স্কুলের সভাপতি শামিম প্রামানিক বাদলের সভাপতিত্বে অনুশ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব হোসেন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলেনুর বেগম সহ অন্যান্নরা। অনুষ্ঠানটি পালন উপলক্ষে সকালে আমন্ত্রীত অতিথি, স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক এবং এলাকাবাসীদের সাথে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে স্কুল মাঠে এসে শেষ হয় এবং নবীন প্রবীনের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্টানেরও আয়োজন করা হয়।