রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঝুঁকিপূর্ণ নারী প্রধান পরিবারসমূহকে জীবিকা কেন্দ্রিক জরুরী অর্থ সহায়তা প্রকল্পের প্রশিক্ষণ ও অর্থবিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
  • ১৬৯ বার পড়া হয়েছে

গাইবান্ধায় জীবিকায়ন প্রশিক্ষণ ও অর্থবিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউএন উইমেনের আর্থিক সহায়তায় ও খ্রিষ্ট্রিয়ান এইডের সহযোগিতায় এই প্রশিক্ষণ ও অর্থবিতরণ করা হয়।

গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হরুন অর রশিদ ইদুর সভাপতিত্বে ও ছিন্নমূল মহিলা সমিতির সহকারী পরিচালক এ বি এম মাছুদুন্নবী লিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মো. মুর্শীদুর রহমান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ ও গাইবান্ধা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর প্রমুখ।

মঙ্গলবার গিদারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩২ জনকে ১০ হাজার করে টাকা দেওয়া হয় ও প্রশিক্ষণ প্রদান করা হয়। পর্যায়ক্রমে এই ইউনিয়নের ১২৭ জনকে এই টাকা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, বায়ো ফার্টিলাইজার ও বায়োগ্যাস প্রকল্পের কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান, আইসিএস প্রকল্পের প্রোগ্রাম অফিসার সিরাজুল ইসলাম জাকির, বায়ো ফার্টিলাইজার ও বায়োগ্যাস প্রকল্পের মোটিভেটর মোছা. মাহফুজা নাসরিন, স্বেচ্ছাসেবক জান্নাতি খাতুন, সুলতানা কেয়া, সাংবাদিক উত্তম সরকার, রওশন আলম পাপুল, ফিরোজ কবীর মিলন ও সমাজসেবক খন্দকার সাফায়েতুর রহমান শাফি, স্বেচ্ছাসেবক হারেজ উদ্দিন জিলাদারসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছিন্নমূল মহিলা সমিতি সুত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার গিদারী, ঘাগোয়া ও কামারজানী ইউনিয়ন, সাঘাটার ভরতখালী, সাঘাটা, ঘুড়িদহ, জুমারবাড়ী ও হলদিয়া, ফুলছড়ির কঞ্চিপাড়া, উড়িয়া, ফজলুপুর ও ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, হরিপুর, চন্ডিপুর ইউনিয়নের ১৪০০ জনকে ১০ হাজার টাকা করে প্রদান চলমান রয়েছে। এ ছাড়া ছাগল-ভেড়া ও হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রকল্পের সুবিধাভোগীদের। ইতোমধ্যে সাঘাটা ইউনিয়নে ৯৪, জুমারবাড়ীতে ৭৬, হলদিয়া ১০২, ঘুড়িদহে ৯৪, ভরতখালী ৯৪ ও গিদারী ইউনিয়নের ৩২ জনকে ১০ হাজার করে টাকা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

জনপ্রিয়

পলাশবাড়ী পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ

ঝুঁকিপূর্ণ নারী প্রধান পরিবারসমূহকে জীবিকা কেন্দ্রিক জরুরী অর্থ সহায়তা প্রকল্পের প্রশিক্ষণ ও অর্থবিতরণ

প্রকাশের সময়: ০৭:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯

গাইবান্ধায় জীবিকায়ন প্রশিক্ষণ ও অর্থবিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউএন উইমেনের আর্থিক সহায়তায় ও খ্রিষ্ট্রিয়ান এইডের সহযোগিতায় এই প্রশিক্ষণ ও অর্থবিতরণ করা হয়।

গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হরুন অর রশিদ ইদুর সভাপতিত্বে ও ছিন্নমূল মহিলা সমিতির সহকারী পরিচালক এ বি এম মাছুদুন্নবী লিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মো. মুর্শীদুর রহমান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ ও গাইবান্ধা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর প্রমুখ।

মঙ্গলবার গিদারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩২ জনকে ১০ হাজার করে টাকা দেওয়া হয় ও প্রশিক্ষণ প্রদান করা হয়। পর্যায়ক্রমে এই ইউনিয়নের ১২৭ জনকে এই টাকা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, বায়ো ফার্টিলাইজার ও বায়োগ্যাস প্রকল্পের কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান, আইসিএস প্রকল্পের প্রোগ্রাম অফিসার সিরাজুল ইসলাম জাকির, বায়ো ফার্টিলাইজার ও বায়োগ্যাস প্রকল্পের মোটিভেটর মোছা. মাহফুজা নাসরিন, স্বেচ্ছাসেবক জান্নাতি খাতুন, সুলতানা কেয়া, সাংবাদিক উত্তম সরকার, রওশন আলম পাপুল, ফিরোজ কবীর মিলন ও সমাজসেবক খন্দকার সাফায়েতুর রহমান শাফি, স্বেচ্ছাসেবক হারেজ উদ্দিন জিলাদারসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছিন্নমূল মহিলা সমিতি সুত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার গিদারী, ঘাগোয়া ও কামারজানী ইউনিয়ন, সাঘাটার ভরতখালী, সাঘাটা, ঘুড়িদহ, জুমারবাড়ী ও হলদিয়া, ফুলছড়ির কঞ্চিপাড়া, উড়িয়া, ফজলুপুর ও ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, হরিপুর, চন্ডিপুর ইউনিয়নের ১৪০০ জনকে ১০ হাজার টাকা করে প্রদান চলমান রয়েছে। এ ছাড়া ছাগল-ভেড়া ও হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রকল্পের সুবিধাভোগীদের। ইতোমধ্যে সাঘাটা ইউনিয়নে ৯৪, জুমারবাড়ীতে ৭৬, হলদিয়া ১০২, ঘুড়িদহে ৯৪, ভরতখালী ৯৪ ও গিদারী ইউনিয়নের ৩২ জনকে ১০ হাজার করে টাকা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।