গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রেফতারী পরোয়ানাভূক্তসহ গরু চুরি মামলার ২জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
থানা সূত্রে জানা যায়, পলাশবাড়ী থানার হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রাকিব হোসেনের নেতৃত্বে এসআই কৃষ্ণ রায় ও এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে উপজেলার তালুকজামিরা বাজার ও হরিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মৃত গোলজার রহমানের ছেলে নানু ওরফে লালু (৭০) ও গরু চুরির মামলার আসামী একই ইউনিয়নের ভেলাকোপা গ্রামের সায়দার রহমানের ছেলে সবুজ ওরফে সবুরকে (৪০) গ্রেফতার করে। হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক রাকিব হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন মঙ্গলবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।