আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

উত্তর জনপদের কৃতি সন্তান ডা: ইউনুস আর নেই

 

নিজস্ব প্রতিবেদক:  গাইবান্ধা  -৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

তিনি আজ ২৭ ডিসেম্বর শুক্রবার ভোর সাড়ে ৭ টায় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। যার ছিলোনা কোন কোন আক্রোশ ক্ষোভ বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। যিনি কারো উপকারে না আসতে পারলেও ক্ষতি করিনি । একজন সত্যিকারের সাদা মনের মানুষ ছিলেন জননেতা ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপি।

তার মৃত্যুর খবরে উত্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমেছে। জেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শামস উল আলম হিরু,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ জেলার ও উপজেলার রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন গুলোর পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী লাঙল প্রতীকে ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীকে পরিজিত করেন তিনি। ডা. মো. ইউনুস আলী সরকার ১৯৫৩ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায়। গত ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...