দিনাজপুরের বিরামপুর উপজেলা কাটলা বাজারে ট্রাকে গাছের গোলাই লোড দেওয়ার সময় গোলাই পড়ে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪ টায় এই ঘটনা ঘটে।
নিহতের ভাই আরাফাত জানায়, তার সহোদয় ভাই রাব্বীসহ দাওয়াত খেতে কাটলা বাজারে যায়, এ সময় তারা দুই ভাই রাস্তা দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিল, হঠ্যাৎ করে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাক থেকে একটি গোলাই রাব্বীর উপরে পড়লে সে মারাত্মক জখম হয়।
পরে স্থানীয়রা দ্রুত রাব্বীকে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪ টায় কর্তব্যরত ডাক্তার রাব্বীকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বী (১০) উপজেলা মুকুন্দপুর ইউপির পারগোবিন্দপুর গ্রামের রেজাউলের পুত্র।