আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন ডা. ইউনুস 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের প্রথম নামাজে জানাজা এবং অন্যান্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে তাঁর কফিনবাহী হেলিকপ্টারটি রংপুরে পৌঁছে। বাদ জোহর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দ্বিতীয় নামাজে জানাজা এবং বাদ আসর মরহুম এমপির নিজ গ্রাম সাদুল্লাপুরের ভাতগ্রামে পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক এবং বিভিন্ন পেশাজীবিসহ সর্বস্তরের বিপূলসংখ্যক মুসুল্লির অংশগ্রহনে ভাতগ্রাম হাইস্কুল মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

অন্তিম সময় উপস্থিত হাজারো মানুষের শেষ শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন গাইবান্ধা-৩ আসনের (পলাশবাড়ী-সাদুল্লাপুর)মাননীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচনি এলাকায় বহুমুখি উন্নয়নের রুপকার জননেতা মরহুম ডা.ইউনুস আলী সরকার এমপি। ২৯ ডিসেম্বর রোববার বাদ আছর সাদুল্লাপুরের ভাতগ্রাম হাইস্কুল মাঠে সর্বস্তরের বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহনে নামাজে জানাযা শেষে পারিবরিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে শায়িত করা হয়।

গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবাউল হোসেন ছাড়াও জেলার অন্যান্য উপজেলা সমূহের ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, জেলা ও উপজেলা সমূহের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিকলীগ, কৃষকলীগ ও তাঁতী লীগসহ সহযোগি এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মি, জাতীয়পার্টি এবং বিএনপি দলীয় নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্খীসহ সর্বস্তরের ধর্মপ্রান মুসলমান মরহুমের নামাজে জানাজায় শরিক হন। মরহুমের নামাজে জানাজা’য় ইমামতি এবং দাফন শেষে বিশেষ দো’আ পরিচালনা করেন আলহাজ্ব মো. নুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...