আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত’ সাইনবোর্ডের আড়ালে রাতের আঁধারেই মালামাল বিক্রি করলেন অধ্যক্ষ!

নিজস্ব প্রতিবেদক: সরকারি নিয়ম উপেক্ষা করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পুরাতন মালামাল বিক্রি করেছেন গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান ও তার সহযোগীরা। জানা যায়, আজ রবিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের কিছু মালামাল চোরাই পথে বিক্রি করেন তিনি। বিক্রিকৃত মালামাল পাচারকালে স্থানীয়রা আটক করার চেষ্টা করলে মালামালসহ ট্রাকটি পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই অধ্যক্ষ কলেজে যোগদান করার পর থেকেই একের পর এক অনিয়ম-দুর্নীতি করে আসছে। তারই ধারাবাহিকতায় সরকারী মালামাল ক্রয়-বিক্রয় নিলাম সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ কিংবা মাইকিং না করেই ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিষ্ঠানের প্রায় কয়েক লক্ষাধিক টাকার মালামাল গোপনে বিক্রি করে। বিষয়টি নিয়ে সংবাদকর্মীরা অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে প্রথমে বিষয়টি অস্বীকার করে সংবাদকর্মীদের বিভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা করে এবং পরে ঘটনার সত্যতা স্বীকার করলেও পরে তিনি সটকে পড়েন।

বিষয়টি নিয়ে তুলশীঘাটের ভাঙারী ব্যবসায়ী লাভলুর সাথে মুঠোফোনে (০১৭৩৬-০৯৯৮৪২) যোগাযোগ করা হলে তিনি জানান, টিএসসি সংলগ্ন বাংলাবাজারস্থ ওয়েলডিং ব্যবসায়ী জোব্বারের মাধ্যমে মালামাল গুলো রাণীগঞ্জে রেখে আসা হয়।

এছাড়াও এই অধ্যক্ষের বিরুদ্ধে কিছু আগে বিভিন্ন অনিয়ম তুলে শিক্ষার্থীরা আন্দোলন করে তার বাসবভন ঘেরাও করে রাখে। শিক্ষার্থীদের অভিযোগ বিদ্যালয়ের প্রথম শিফটে ক্লাস হলেও ২য় শিফটে কোন শিক্ষক ক্লাস না নেওয়ায় তাদের শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

এ সকল অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখাসহ স্বনামধণ্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনিয়ম-দুর্নীতিমুক্ত করার কামনা করেছে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...