আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের মধ্যদিয়ে বই উৎসব পালন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নতুন বছরের প্রথমদিন উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের মধ্যদিয়ে বই উৎসব পালন করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরনের মধ্যদিয়ে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

হকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. মেরিনা আফরোজ-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন ও এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষক আ.ফ.ম মিজানুর রহমান।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সহকারী কমিশনার (ভূমি) পলাশবাড়ী ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এসময় মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম ও মাদ্রাসার প্রভাষক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, পৌর শহরের পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. মেরিনা আফরোজ। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক মকবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য সুরুজ হক লিটন, গোলাম মোস্তফা। এসময় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহ্ মু. মাহাবুবুল আলম, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মতিউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর মন্ডলসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পলাশবাড়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...