
হিলি প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ইংরেজী নবর্বষ উদযাপন ও বই উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের নিয়ে এই উৎসব পালন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক রাসেল সাংবাদিক রুহুল আমিন প্রমূখ। পরে ইংরেজী নবর্বষ উপলক্ষে এসব শিক্ষার্থীদের নিয়ে শারিরীক কসরত প্রর্দশন,দুপুরে খাবার বিতরণ সহ নানা আয়োজন করে প্রতিষ্ঠানটি।