আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

দুঃস্থ শিক্ষার্থীদের জন্য মানবতার দেয়াল হরিপুরের চরভিটা প্রাথমিক বিদ্যালয়

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ তীব্র শীতে শিশু থেকে বৃদ্ধ মানুষের যুবুথুবু অবস্থা । বিদ্যালয়ের গরিব দুঃস্থ শিক্ষার্থীরা শীতের কাপড়ের অভাবে বিদ্যালয়ে যেতে পারছে না ঠিক তখন ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা হরিপুরের চড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থ শিক্ষার্থীদের সাহায্যে মানবতার দেয়াল অস্থায়ী ভাবে ঐ স্কুল চত্বরে স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ মানবতার দেয়ালে চড়ভিটা স্কুলের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক এরফান আলীর যৌথ উদ্যোগে প্রায় শতাধিক পুরনো কাপড় দেওয়া হয়।
এ সময় স্কুলের দুঃস্থ শিক্ষার্থীরা তাদের পছন্দ মত শীতের কাপড় বেছে নেয়। এবং স্কুল কর্তৃপক্ষ এমন আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকরা চরম খুশি। তারা মনে করছে, তীব্র শীতের কারণে অনেক দুঃস্থ পরিবারের সন্তানরা শীতের কাপড়ের অভাবে স্কুলে যেতে পারে না। এতে তারা পড়ালেখায় পিছিয়ে পড়ে। এ বিষয়টি অনুধাবন করেই প্রধান শিক্ষক এরফান আলী এমন উদ্যোগ নিয়েছেন যা প্রশংসনীয়।
ঐ এলাকার অভিভাবক সোলায়মান,মাইনুল,মানিকসহ অনেকে বলেন প্রধান শিক্ষক এরফান আলী শিক্ষার্থীদের সুবিধা হয় বা তাদের পড়ালেখায় মনেযোগ বাড়ে এমন অনেক উদ্যোগ তিনি ইতিমধ্যে নিয়েছেন। যা সমগ্রহ দেশে ছড়িয়ে পড়েছে। এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর মডেল হিসাবে তার নেওয়া উদ্যোগগুলো খ্যাতি পেয়েছে।
প্রধান শিক্ষক এরফান আলী বলেন, আমার স্কুলের গরিব অসহায় দুঃস্থ শ্রেণীর শিক্ষার্থীরা এই শীতে কাপড়ের অভাবে স্কুলে আসা থেকে যেন বিরত না থাকে। সেই কারণেই আমি এমন উদ্যোগ নিয়েছি।
সহকারী শিক্ষা অফিসার সুলতান আল-রাজী মুঠোফোনে বলেন, নিঃসন্দেহে এটি একটি ভাল উদ্যোগ এতে গরিব অসহায় শিক্ষার্থীরা এই তীব্র শীতের হাত থেকে কিছুটা নিস্তার পাবে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম মুঠোফোনে বলেন,বিষয়টি আমি তেমন ভাবে জানি না। তবে এমন উদ্যোগ প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...