নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চর কিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কৈলাশ গ্রামে আজ ভোরে অভিযান চালিয়ে ১৬১ পিস ইয়াবাসহ মো. সাইফুল (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে হাতিয়া কোস্টগার্ড।
গ্রেফতারকৃত সাইফুল একই এলাকার মো. মঈন উদ্দিনের ছেলে।হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় থেকে ইয়াবার ব্যবসা করে আসছিল। এরই ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে চর কিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কৈলাশ গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সাইফুলকে ১৬১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।