আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ব্যাতিক্রম জয়পুরহাটের ৩ তরুণ

নিজস্ব প্রতিবেদক জয়পুর হাট: বাংলাদেশ ভারত  সীমান্ত ঘেষাঁ একটি জেলা জয়পুরহাট। যেখানে হাত বাড়ালেই মেলে বিভিন্ন মাদকদ্রব্য । একারনেই এখানকার যুব সমােজর প্রায় অনেকেই মাদকের সাথে জড়িত। তার মাঝেও ব্যাতিক্রম জয়পুরহাটের ৩ তরুণ আরাফ, রাফি ও তুষার।
বয়সে তরুণ হলেও অন্য আর দশজনের মত নেশা বা সামাজিক অবক্ষয়ের মত কোন কাজে জড়িত না হয়ে সমাজ সেবা মূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৩ জানুয়ারী গড়ে তোলেন “পাশে আছি আমরা” নামের একটি সামাজিক সেবা সংগঠন। প্রতিষ্ঠার মাত্র ১১ দিনের মাথায় আরো ৭ জন প্রতিষ্ঠাকালীন সদস্য নিয়ে ১০ জন হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এর যাত্রা শুরু ।
এরপর বিভিন্ন মহলের প্রসংশায় তাদের তাদের কাজের গতি বাড়তে থাকে। আর এভাবেই এগুতো থাকে তাদের শিক্ষামূলক,মাদক ও জংগিবাদ বিরোধী প্রচারনামূলক বিভিন্ন কার্যক্রম। এছাড়াও প্রতিষ্ঠাকালীন ও ২০১৯ সালে জেলার বাহিরে গাইবান্ধার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় গিয়ে প্রায় ২৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে প্রসংশা কুড়িয়েছেন । বর্তমানে জয়পুরহাটের ৫ টি উপজেলাতেই “পাশে আছি আমরা” সংগঠনের কার্যক্রম চলমান রেখেছেন ।
সংগঠনের সভাপতি খ,ম আরাফ রাহমান বলেন,”পাশে আছি আমরা” সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে সর্বদা বদ্ধপরিকর। পাশে আছি আমরা সংগঠনের প্রতিটি কর্মী সততা ও আন্তরিকতার সাথে হতদরিদ্রদের পাশে দাড়াচ্ছে। তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। সর্বপোরি সমাজের বিত্তবানদের তিনি তাদের পাশে দাড়ানোর আহবান জানান এবং শিক্ষার্থীদের সমাজসেবামূলক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত হতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...