
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ শাখার ওসি (ডিবি) মোস্তাফিজার রহমান ভালো কাজের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ পুলিশের আইজিপি বিশেষ পুরুষ্কার-২০১৯ এর জন্য মনোনিত হয়েছেন। এর আগে তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী ৭ জানুয়ারী-২০২০ তিনি পুরুষ্কারটি গ্রহণ করবেন বলে জানা গেছে।
ভালো কাজের স্বীকৃতিতে মনোনিত করায় আইজিপি , ডিআইজি রংপুর, পুলিশ সুপার গাইবান্ধা, এডিশনাল পুলিশ সুপার গাইবান্ধাদ্বয়ের, জেলার সকল অফিসার ইনচার্জ, এসআই, এএসআই ও পুলিশ কনষ্টেবল সহকর্মী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও তিনি বিভিন্ন মিডিয়া ও মিডিয়া ব্যাক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন ভালো কাজে যারা আমাকে উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি চির কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকলাম। তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সঠিকভাবে দায়িত্বপালন নিজের জন্য দোয়া কামনা করেন ওসি ডিবি মোস্তাফিজার রহমান।