আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

দরিদ্র অসহায়-দুঃস্থ শীতার্তদের সাউথ ইস্ট ব্যাংকের সৌজন্যে কম্বল বিতরণ

বিগত অন্যান্য বছরের শীত মৌসুমের ন্যায় এবারও চলতি যবুথবু শীতের প্রকোপে আক্রান্ত সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের সৌজন্যে ও মুসলিম শিশু পল্লীর প্রতিষ্ঠাতা মাজেদার রহমান দুলুর উদ্যোগে দুই উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন।

বৃহস্পতিবার দিনব্যাপী সাদুল্লাপুরের ঢোলভাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে মহদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সুজার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩১ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) নির্বাচনি আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মনোহরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাজেদার রহমান দুলু। দুলু বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজের সুবিধা বঞ্চিতদের সহায়তায় সবসময় তিনি পাশে থাকবেন। এসময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের নিকট দো’আ কামনা করেন তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বেতকাপা ইউপি আওয়ামী লীগ সাবেক সভাপতি আব্দুল গণি, মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কামাল পলাশ ও আ’লীগ নেতা চপল চৌধুরী। এসময় অত্রালাকার বিভিন্ন শ্রেণী-পেশার প্রমুখ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। শুক্রবার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাজেদার রহমান দুলু সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

অত্রালাকার সর্বস্তরে ব্যাপক পরিচিত মাজেদার রহমান দুলু জানান জেলার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় এবারে ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...