আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন

আজ ১০ জানুয়ারি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং মুজিব বর্ষের ক্ষণগণনা কর্মসূচী প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী একযোগে উদ্বোধন উপলক্ষে শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী মুজিব বর্ষ উদযাপিত হতে যাচ্ছে। মুজিব বর্ষের সূচনাকে স্মরণীয় করতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশব্যাপী একযোগে ক্ষণগণনা কর্মসূচীর উদ্বোধন করবেন। এই মাহেন্দ্রক্ষণে জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।

জেলা প্রশাসক মো: আব্দুল মতিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর কবির বাদল, এনডিসি ফয়েজ উদ্দিন, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে,এম রেজাউল হক, সাধারন সম্পাদক আবু জাফর সাবু, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, বাংলাভিশন এর জেলা প্রতিনিধি আতিক বাবু, বৈশাখী টিভির প্রতিনিধি এস,এম বিপ্লব ইসলাম, দৈনিক বায়ান্ন পত্রিকার প্রতিনিধি সঞ্জয় সাহা প্রমুখ।

উল্লেখ্য, এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্বত: স্ফূর্তভাবে উদযাপন করার উদ্দেশ্যে মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন করার জন্য স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনটি বেছে নিয়েছে। দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলায় এবং এই সাথে কেন্দ্রীয়ভাবে ঢাকায় একযোগে এই কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকর্তা/কর্মচারী,সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণের স্বত: স্ফূর্ত উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসন এ উপলক্ষে বিকালে শহরের পৌর পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালী, নিয়ে গাইবান্ধা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরপার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন এর উপর নির্মিত প্রামাণ্য চিত্র সরাসরি বড় পর্দায় সম্প্রচার এবং প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী একযোগে ক্ষণগণনা যন্ত্রের ” শুভ উদ্বোধন অনুষ্ঠান” বড় পর্দায় প্রদর্শনের অায়োজন করা হয়েছে। সম্প্রচার এর পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পৌরপার্কে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গাইবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুল মতিন উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ও সহযোগীতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...