
গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৪ এর সংগঠন “ফ্রেন্ডস এসোসিয়েশন-৯৪” এর উদ্যোগে শনিবার সংগঠনের হকার্স মাকের্টস্থ অস্থায়ী কার্যালয়ে গাইবান্ধায় গরীব, দু:স্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় সংগঠনের সদস্যদের মধ্যে শহিদুল ইসলাম, রায়হাতুল প্লাবন, আজাহারুল ইসলাম, আসাদুজ্জামান সোহেল, মিথুন বিল্লাহ, জাহিদ রোমান, মেহেদী হাসান, খন্দকার মিজানুর রহমান রোমেন, ফরহাদ হোসেন, সাহেদুজ্জামান, মাহমুদুর রাসেল, কাইয়ুম বুলবুল, মাহমুদ হোসেন, শামীম মিয়া, আহসান সবিন, রায়হানুল নোবেল, আলমগীর হোসেন, জুননুন চৌধুরী, সোহাগ মৃধা, আরিফ বিল্লাহ উপস্থিত ছিলেন।
গাইবান্ধা পৌর এলাকায় ফ্রেন্ডস এসোসিয়েশন-৯৪ এর সদস্যদের নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর এলাকার পূর্ব কোমরনই, পূর্ব পাড়া, বানিয়ারজান, বোয়ালী, বোর্ড বাজার, গোবিন্দপুর, থানা পাড়া, কলেজ পাড়া, পলাশ পাড়া, ফকির পাড়া, পশ্চিমপাড়া, খানকাশরীফ, সুখনগর, গোডাউন রোড, মহুরীপাড়া, ডেভিড কোং পাড়াসহ বিভিন্ন এলাকার ৩শ পরিবারের শীতার্ত মানুষকে এসব শীতবস্ত্র দেয়া হয়।