
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে বে-সরকারি উন্নয়ন সংস্থা নকশী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ১হাজার ৫শ অসহায়-শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সংস্থার কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন নকশী বাংলা উন্নয়ন সংস্থার জেনারেল ম্যানেজার আব্দুল মজিদ, অর্থ ব্যবস্থাপক পারভীন মোস্তফা, চীফ অডিটর জাকারিয়া ইসলাম, এজিএম শ্যামল কুমার বর্মন, মামুনুর রশিদ, হাসান মাহমুদ, মাহফুজ আহম্মেদ টিটু, শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান, মনিটর আমিনুল ইসলাম মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।