পলাশবাড়ী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৩ অক্টোবর (রোববার) বিকেল ৩টার দিকে উপজেলার বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বাষিক সম্মেলনের উদ্বোধণ করেন পলাশবাড়ী থানা বিএনপির আহবায়ক আব্দুস সামাদ মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক। বরিশাল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক এটিএম মিজানুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি যথাক্রমে আব্দুল মান্নান সরকার, শহিদুজ্জামান শহিদ, জেলা বিএনপির উপদেষ্টা ওমর ফারুক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, পলাশবাড়ী থানা বিএনপির সদস্য সচিব আবু আলা মওদুদ, যুগ্ম আহবায়ক ছাইদার রহমান, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, আব্দুর রউফ প্রধান (আঞ্জু), আব্দুল আউয়াল প্রধান। বরিশাল ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২জনসহ মোট ৬জন প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে বরিশাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার নির্বাচিত হয়েছেন।
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পলাশবাড়ীর বরিশাল ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময়: ১২:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
- ২৪১ বার পড়া হয়েছে
জনপ্রিয়