
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে রোববার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সংগঠন কার্যালয় চত্বরে জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সহ-সভাপতি মোর্শেদ হাবীব সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, সদস্য কামরুল হাসান সেলিম, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, মাসুদ রানা মানব অধিকার সম্পাদক, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক আব্দুল হাই, শহর বিএনপির সদস্য বিপুল কুমার দাস, জেলা যুবদল সদস্য রুহুল আমিন তমাল, জেলা ছাত্রদল সহ-সভাপতি মিরাজুজ্জামান প্রমুখ।