আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

পিতার ঐতিহ্য ধরে রাখতে গাইবান্ধা ৩ আসনে জাতীয় পার্টি মনোনয়ন প্রত্যাশী মইনুর রাব্বী চৌধুরী রোমান

জাতীয় পার্টির দূর্গখ্যাত গাইবান্ধা ৩ (পলাশবাড়ী – সাদুল্যাপুর) আসনের সাবেক ছয়বারের সংসদ সদস্য প্রয়াত ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর পুত্র মইনুর রাব্বী চৌধুরী রোমান পিতার দীর্ঘদিনের রাজনৈতিক দলের সাথী এ আসনের জনগনের মাঝে আরো গভীরভাবে জড়িয়ে থাকার প্রত্যয়ে জাতীয় পার্টি মনোনয়ন প্রত্যাশী। গতবছর ২৭ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আলী সরকার। এতে শূন্য হয়ে পড়ায় এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ আসনে উপ-নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন মইনুর রাব্বী চৌধুরী রোমান।

তিনি ১৯৬৮ সালে ২৩ জুলাই তালুকজামিরা গ্রামে জন্মগ্রহন করেন। শিক্ষাগত যোগ্যতা সিভিল ইন্জিনিয়ার। বিবাহিত তাহার একজন কন্যা সন্তান রয়েছেন। পিতার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় তিনি তৃণমুলে বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ মইনুর রাব্বী চৌধুরী রোমান। বর্তমানে তিনি একজন সফল সোশ্যাল ওয়ার্কার হিসাবে সামাজিক ও রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে ব্যাপক ভূমিকা পালন করে চলছেন।

আগামী দিনে উপ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসাবে মইনুর রাব্বী চৌধুরী রোমান জানান,দল হতে মনোনয়ন পাওয়ায় বিষয়ে তিনি শতভাগ আশাবাদি। উপ নির্বাচনে জয়ী হতে পারলে এলাকার ও জনগণের উন্নয়ন মুলক কাজে আরো জোড়ালো ভাবে ভূমিকা পালন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...