আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বসতবাড়ি ও সেচ পাম্পের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন বন্ধ পাম্পের বিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, বসতবাড়ি ও সেচ পাম্পের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন বন্ধ পাম্পের বিল বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচ মটর মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি নেসকো লিমিটেড ডিভিশন-১ এর মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করতে গেলে নেসকোর প্রধান প্রকৌশলীর নেতৃত্বে প্রতিনিধির সাথে নেসকো কার্যালয়ে দু’পক্ষের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জেলা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির কেন্দ্রীয় আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বিদ্যুৎ গ্রাহক ও সেচ মটর মালিক সমিতি জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান সুমন, আব্দুর রহিম প্রমুখ।

সভায় বিল সংশোধন ও বন্ধ পাম্পের বিষয়ে সিদ্ধান্ত হয় এবং অন্যান্য সমস্যা নিয়ে দু’পক্ষের মধ্যে ঐক্যমত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...