রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউপি সদস্যের আবহেলায়, প্রান গেল যুবকের

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের এক সদস্যের অবহেলায় বৈদুতিক তারে আটকা পরে অকালে প্রান হাড়ালেন সুজন চন্দ্র (২৮) নামের এক যুবক । বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামে এঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের যোগেষ চন্দ্রের ছেলে সুজন চন্দ্র প্রতিদিনের মতো বুধবার সকালে বোনারপাড়া ইউপি সদস্য রবিনাশ চন্দ্রের জমিতে শ্যালো মেশিন চালিত ট্রাক্টর দিয়ে হাল চাষ দিতে যায় । ইউপি সদস্য রবিনাশ চন্দ্রের বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগে বাশের খুটিতে অরক্ষিত অবস্থায় ঝুলে থাকা কারেন্টের তার সুজন চন্দ্রের শরীরে লেগে বিদুৎষ্পৃষ্ট হয়ে শ্যালো মেশিন চালিত ট্রাক্টর মেশিনের উপর থেকে ছিটকে পরে । হালচাষে ব্যবহত মেশিনটি ড্রাইভার ছাড়াই সামনের দিয়ে যেতে থাকে ।

স্থানীয়রা সুজন চন্দ্রকে তারে আটকা দেখে তাকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে সে মারা যায় । তার মৃত্যুতে সুজনের স্ত্রী ও এক শিশু ছেলে, মেয়ের ভবিষৎ অন্ধকার । নামপ্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, ইউপি সদস্য রবিনাশ চন্দ্রো প্রভাব খাটিয়ে চলেন । জমিজমা চাষে এলাকার অনেক হালচাষিদের টাকা দেননি । চলতি ইরি-বোরো মৌসুমে পাশের গ্রাম দুর্গাপুরের হালচাষি সুজন চন্দ্রকে ভুল-ভাল বুজিয়ে জমি চাষ করতে এনে এই দুর্ঘটনা ঘটে । মুল ঘটনাটি যেন প্রকাশ না পায় এজন্য দ্রুত সুজনের লাশটি দাহ করেন ।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য রবিনাশ চন্দ্রের সাথে কথা হলে তিনি জানান, ঘটনার পরে আমি তাকে আহত অবস্থায় উদ্ধারের পরে বাঁচানোর চেষ্টা করে ব্যার্থ হই । এ বিষয়ে সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির ঘটনাটির সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি স্থাণীয় চেয়ারম্যান আমাকে জানিয়েছেন ।

জনপ্রিয়

সুরেশ্বরী দরবার শরীফে হামলা ভাংচুর অগ্নি সংযোগকারী উগ্রবাদীদের গ্রেফতারের দাবিতে “মানববন্ধন ও প্রতিবাদ সভা

ইউপি সদস্যের আবহেলায়, প্রান গেল যুবকের

প্রকাশের সময়: ০৬:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের এক সদস্যের অবহেলায় বৈদুতিক তারে আটকা পরে অকালে প্রান হাড়ালেন সুজন চন্দ্র (২৮) নামের এক যুবক । বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামে এঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের যোগেষ চন্দ্রের ছেলে সুজন চন্দ্র প্রতিদিনের মতো বুধবার সকালে বোনারপাড়া ইউপি সদস্য রবিনাশ চন্দ্রের জমিতে শ্যালো মেশিন চালিত ট্রাক্টর দিয়ে হাল চাষ দিতে যায় । ইউপি সদস্য রবিনাশ চন্দ্রের বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগে বাশের খুটিতে অরক্ষিত অবস্থায় ঝুলে থাকা কারেন্টের তার সুজন চন্দ্রের শরীরে লেগে বিদুৎষ্পৃষ্ট হয়ে শ্যালো মেশিন চালিত ট্রাক্টর মেশিনের উপর থেকে ছিটকে পরে । হালচাষে ব্যবহত মেশিনটি ড্রাইভার ছাড়াই সামনের দিয়ে যেতে থাকে ।

স্থানীয়রা সুজন চন্দ্রকে তারে আটকা দেখে তাকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে সে মারা যায় । তার মৃত্যুতে সুজনের স্ত্রী ও এক শিশু ছেলে, মেয়ের ভবিষৎ অন্ধকার । নামপ্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, ইউপি সদস্য রবিনাশ চন্দ্রো প্রভাব খাটিয়ে চলেন । জমিজমা চাষে এলাকার অনেক হালচাষিদের টাকা দেননি । চলতি ইরি-বোরো মৌসুমে পাশের গ্রাম দুর্গাপুরের হালচাষি সুজন চন্দ্রকে ভুল-ভাল বুজিয়ে জমি চাষ করতে এনে এই দুর্ঘটনা ঘটে । মুল ঘটনাটি যেন প্রকাশ না পায় এজন্য দ্রুত সুজনের লাশটি দাহ করেন ।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য রবিনাশ চন্দ্রের সাথে কথা হলে তিনি জানান, ঘটনার পরে আমি তাকে আহত অবস্থায় উদ্ধারের পরে বাঁচানোর চেষ্টা করে ব্যার্থ হই । এ বিষয়ে সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির ঘটনাটির সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি স্থাণীয় চেয়ারম্যান আমাকে জানিয়েছেন ।