আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

৪১৭ বোতল ফেনসিড্রিল ও ফেনসিডিল সম্রাজ্ঞীসহ আটক ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ৪১৭ বোতল ফেনসিড্রিল এবং আন্তঃজেলার ফেনসিড্রিল সম্রাজ্ঞীসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।আটককৃতরা হলো ফেনসিড্রিল সম্রাজ্ঞী দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার রামচন্দ্রপুর দওলাপাড়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী মাহমুদা বেগম(৬০), তার সহযোগি মারুফ মিয়ার স্ত্রী আলতাফুন বেগম সুমি(২৮) ও একই উপজেলার ঝাঝিরা গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে রবিউল ইসলাম(৪২)।আজ শনিবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ফেনসিডিলের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ সফিউল ইসলাম ও সুলতান মাহমুদ, সহকারি উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম সংগীয় ফোর্সসহ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজারের নিকট অপেক্ষা করতে থাকে।রাত ১০টার দিকে তারা সেখানে বেগুনের বস্তাভর্তি একটি ইজিবাইক অটো আটক করে তাতে তল্লাশি চালায়।

গোয়েন্দা পুলিশের সদস্যরা ইজি বাইকে থাকা দুইটি চটের বেগুনের বস্তায় মোট ৪১৭ পিচ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেনসিড্রিল ও ৩৫ কেজি বেগুন উদ্ধার করে। এসময় ইজি বাইকে থাকা বেগুনের বস্তার মালিক ফেনসিড্রিল সম্রাজ্ঞী মাহমুদা বেগম, আলতাফুন বেগম সুমি ও রবিউল ইসলামকে আটক করে।

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল১৩(গ)/ ১৪(গ)/৪১ ধারায় দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...