আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

শব্দের মোড়ক উন্মোচন

গাইবান্ধা লেখক ফোরামের আয়োজনে কবি সরোজ দেব সম্পাদিত সাহিত্য ও শিল্পভাবনার ছোট কাগজ লিটলম্যাগ ‘শব্দ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার রাতে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী অ্যান্ড ক্লাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অধ্যাপক কবি ইবনে সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছড়াকার ও গাইবান্ধা লেখক ফোরামের উপদেষ্টা আবু জাফর সাবু, সরোজ দেব, দেবাশীষ দাশ দেবু, সুলতান উদ্দিন আহমেদ, সদস্য সচিব মোদাচ্ছেরুজ্জামান মিলু, সদস্য জিয়াউল হক কামাল, শাহনাজ আমিন মুন্নি, সোহেল রানা ও শুভ আকন্দ প্রমুখ।

উপস্থিত ছিলেন গাইবান্ধা লেখক ফোরামের উপদেষ্টা গোবিন্দ লাল দাস, সদস্য পিটু রশিদ, উত্তম কর্মকার, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, অ্যাডভোকেট শাহনেওয়াজ খান, রানা পাপুল, বিশ্বজিৎ কুমার, হাসান সৈকত, সুরাইয়া তাছনিন সাথী, গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি আলমগীর কবির, সদস্য আপেল মাহমুদ, তৈয়বুর রহমান, মেহেদী হাসান সজিব, রক্তদাতাদের সংগঠন বাঁধন গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের জোনাল প্রতিনিধি মিল্লাত হোসাইন, গাইবান্ধা জুম বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মেহেদী হাসান, সদস্য নিশাত বাবু, আসিফ রায়হান ও শেখ আনাস আহমেদ প্রমুখ। কবি সরোজ দেবকে নিয়ে একটি স্বরচিত কবিতা পাঠ করেন শাহনাজ আমিন মুন্নি।

লিটলম্যাগ শব্দ ৪৮ তম বর্ষে পদার্পন করছে। শব্দের এই সংখ্যায় প্রচ্ছদ করেছেন কিংশুক ভট্টাচার্য। এতে ছড়া, কবিতা, গল্প, অনুগল্প, প্রবন্ধ লিখেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারতের লেখকরা।
অনুষ্ঠানে বলা হয়, প্রতিমাসেই লেখক ফোরামের সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হবে। এ ছাড়া কোন লেখকের বই প্রকাশিত হলে গাইবান্ধা লেখক ফোরামের আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...