আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

রামসাগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় মেইল ট্রেন রামসাগর এক্সপ্রেস বন্ধের এক যুগ পরে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচী হয়েছে । সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে রেলওয়ে জংশন রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসুচী পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা নেতা হায়দার আলী, মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান , উপজেলার আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু , শাহ মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু , সাধারন সম্পাদক নাছিরুল আলম স্বপন ।

মানববন্ধনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন বলেন, অবিলম্বে রামসাগর ট্রেন চালুসহ গাইবান্ধায় আন্ত:নগর সকল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানান। সেই সাথে গাইবান্ধা থেকে একটি আন্ত:নগর ট্রেন চালু এবং এই রুটে সকল বন্ধ ট্রেন চালুর দাবি জানানো হয়। অন্যাথায় কঠোন অন্দোলন করা হবে ।

মানববন্ধনে এলাকার রাজনৈতিক নেতৃবন্দ, রেলওয়ে কর্মচারীরাসহ বিভিন্ন পেশাজীবির সাধারন মানুষ অংশ।

প্রসঙ্গত : প্রায় এক যুগ আগে মেইল ট্রেন রামসাগর এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬ টায় বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যেতো এবং গাইবান্ধা সদরের বাদিয়াখালি ত্রিমোহনী হয়ে কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, হাসানগঞ্জ স্টেশনের উপর দিয়ে কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর যেতো । কোন কারন ছাড়্দাই দীর্ঘ এক যুগ ধরে ট্রেনটি বন্ধ ছিল । এই ট্রেনটি চালু হলে গাইবান্ধাসহ কয়েক জেলার মানুষে দুর্ভোগ লাঘব হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...