গাইবান্ধা সদর উপজেলায় ছামছুন নাহার (৫২) নামে এক নারী’র গলায় ওড়না পেচিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রামনাথের ভিটা (বালুচর গ্রাম) নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ছামছুন নাহারের বড় মেয়ে আলেফা আক্তারের বরাতে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১টার দিকে শোবার ঘর থেকে নিখোঁজ হন তার মা। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ীর আঙ্গিনায় পেয়ারা গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। আজ সোমবার ভোরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত ছামছুন নাহার বাদিয়াখালি ইউনিয়নের রামনাথের ভিটা নামক স্থানের বালুচর গ্রামের মৃত আলম মিয়ার স্ত্রী।
সচেতন এলাকাবাসীর প্রশ্ন, মৃত্যুর সময় ছামছুন নাহারের গলায় ওরনা পেঁচানো থাকলেও তার পা মাটি ছুঁয়ে ছিল। তাই তিনি আত্মহত্যা করেছেন নাকি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মজিবর রহমান জাগরণকে বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে এটি আত্নহত্যা নাকি হত্যাকাণ্ড এ ব্যাপারে নিহতের ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
Leave a Reply