আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মামলা ও জিডি করতে কোন টাকা লাগবে না – পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি:  প্রতিনিধি থানায় মামলা ও জিডি সহ পুলিশের কাছে আইনগত সহায়তা পেতে কোন প্রকার টাকা পয়সা লাগবে না ।  পলাশবাড়ী থানায় ওপেন হাউজ ডে তে জানালেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ী থানা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ওপেন হাউজ ডে আজ ১০ ফেব্রয়ারী সোমবার সকালে পলাশবাড়ী থানা হলরুমে অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম উপরোক্ত কথা বলেন এছাড়াও তিনি আরো বলেন পুলিশের নিকট সেবা প্রত্যাশাকালে যদি কেউ টাকা পয়সা চায় বা কোন দালাল আপনার পিছু নেয় তাহলে আমার মোবাইলে কল করুন। আমাকে জানান আমি সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। তিনি আরো বলেন যে কোন ধরনের অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশ কে সহযোগীতা করুন পুলিশের নিকট হতে পুলিশী সহায়তা গ্রহন করুন। জেলার প্রতিটি থানা হবে দালালমুক্ত জনগণের থানা। ওপেন হাউজ ডে তে আরো বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, পলাশবাড়ী কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব আবু তালেব সরকার তারা,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, থানার ওসি তদন্ত মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু,তৌফিকুল আমিন মন্ডল টিটু,আলহাজ্ব আব্দুল মান্নান সরকার,তৌহিদুল ইসলাম মন্ডল,মিজানুর রহমান চুটকু,রুশো চৌধুরী, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম পাপুল প্রমুখ। মুক্ত আলোচনায় সাংবাদিকগণ ও সাধারণ মানুষসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এস আই তয়ন কুমার মন্ডল ও এস আই সঞ্জয় কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...