আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং

গাইবান্ধায় জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিট সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি একেএম রেজাউল হক, প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা গোবিন্দলাল দাস, চেম্বার অব কমার্সের সভাপিত বীরমুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল ও যুগ্ম সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জেএসএস এর সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী মন্ডল, বিশিষ্ট সাংবাদিক রেজাউন্নবী রাজু, ফেরদৌস জুয়েল, উত্তম কুমার, মো: চাঁন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকতা সবচেয়ে ঝুকি পূর্ণ পেশা। এ পেশায় সুনাম ও দুর্নাম দুটিই রয়েছে। একজন সাংবাদিক যেমন সাহসিকতার সাথে কাজ করে দেশের সেবা করেন-আবার কেউ কেউ ষড়যন্ত্রের শিকার হন। বর্তমানে গবেষনা ও অনুসধানী মূল্যক সাংবাদিক রিপোর্ট লক্ষ্য করা যায় না। তবে কোনো কোনো ক্ষেত্রে পেশাদারিত্ব সাংবাদিকতার অভাব রয়েছে। অনেক পত্রিকায় আইডি কার্ড টাকা দিয়ে সংগ্রহ করে প্রকৃত সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এজন্য নীতি মালা প্রয়োজন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। এর আগে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কটে অনুষ্ঠানের সূচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...