
গাইবান্ধার ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে এক বালু ব্যবসায়ীর ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।জানা গেছে, আইন অমান্য করে কাজল ট্রেডার্স কর্তৃপক্ষ ব্রহ্মপুত্র নদ হতে উত্তোলিত বালু ট্রাক দিয়ে পরিবহন করে নিয়ে যাওয়ার সময় ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন ও ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বালাসীঘাট এলাকায় ট্রাকটিকে আটক করেন। পরে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স কাজল ট্রেডার্সের ট্রাক ড্রাইভার সৈয়দ আব্দুল মোত্তালেব বাবুকে ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষণিক জমা প্রদান করলে আটককৃত ট্রাক ও ড্রাইভারকে মুক্ত করে দেয়া হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন বলেন, কিছুদিন থেকে ব্রহ্মপুত্র নদের বালাসীঘাট এলাকা থেকে গাইবান্ধা শহরের মেসার্স কাজল ট্রেডার্সের কর্তৃপক্ষ অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। বিষয়টি নজরে আসায় বৃহস্পতিবার রাতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।