আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয়পার্টি মনোনয়ন পেলেন মইনুর রাব্বী চৌধুরী রোমান

৩১ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকে দলীয় পেলেন জাপা’র দূর্গ বলে পরিচিত ছয়বারের সাবেক সংসদ সদস্য মরহুম ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী’র ছেলে ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রোমান। সোমবার দুপুরে জাতীয়পার্টির কেন্দ্রীয় কার্যালয় হতে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন মইনুর রাব্বী চৌধুরী রোমান। তার বাবা এ আসনের জাতীয়পার্টির ছয়বারের সাবেক সংসদ সদস্য মরহুম ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী’র ছেলে।


তিনি পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নে তালুকজামিরা গ্রামে ২৩ জুলাই ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি বিবাহিত তার এক কন্যা সন্তানের জনক। বাবার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা কালীন সময় তিনি তৃণমূলে বেশ জনপ্রিয় এবং পরিচিত মুখ। বর্তমানে তিনি একজন সফল সোশ্যাল ওয়াকার হিসেবে সামাজিক ও রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক ভূমিকা পালন করে আসছেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ডা. মো. ইউনুস আলী সরকারের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হয়। আগামী ২১ মার্চ এ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহনের দিন নির্ধারণ করে তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন ও পলাশবাড়ী পৌরসভা এবং পলাশবাড়ী উপজেলার ৮টিসহ ১৯ ইউনিয়ন নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩ সংসদীয় নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ১১ হাজার ৮৫৪ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৭৪৬ জন এবং মহিলা ২ লাখ ১১ হাজার ১০৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...