আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সুন্দরগঞ্জে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রযোগিতা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভারসহ ১৬টি ভেনুতে একযোগে ইউনিয়ন পর্যায় শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত। উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের ভেনুতে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহ্সান হাবীব।

উপস্থিত ছিলেন বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিচারকের দায়িত্ব পালন করেন বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহমিনা আক্তার, পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, দ্বিতীয় স্থান অধিকার করে বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় ৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বেলকা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...