আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

পেয়াজের বাজারে লাগাম টানবে কে?

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহজুড়ে পিয়াজের দাম কিছুটা কম থাকলেও জেলা শহর সহ দেশের বিভিন্ন বাজারে আবার অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। যে পেঁয়াজ ৪-৫ দিন আগেও কেজি প্রতি বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকা, সেই দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ৯০-১০০ টাকায়। আবার গ্রাম এলাকার কোনো কোনো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকার উপরেও। পেঁয়াজের বাজারে এই অস্থিরতা বেশ কিছুদিন ধরে চললেও দাম নিয়ন্ত্রণে এখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ এই পর্যন্ত চোখে পড়েনি। ফলে পাইকারি বাজারের সঙ্গে সামঞ্জস্য না রেখে নিজেদের ইচ্ছেমতো দরে পেঁয়াজ বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। ফলে হাতেগোনা কিছু অসাধু কারবারির কারণে মধ্যবিত্ত-নিম্নবিত্তের মানুষেরা কষ্টে পড়েছেন। আজ সকালে শহরের হকার্স মাকের্ট, নতুন বাজার সহ বিভিন্ন ছোট খাট খুচরা কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০- ১০০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৬৫-৭০ টাকা। আর পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫ টাকা দরে, যা সপ্তাহ আগেও ছিল ৬০ টাকা। এছাড়া উপজেলার বিভিন্ন বাজারেও একই চিত্র। হকার্স মার্কেটে কথা হয় ক্রেতা আশিকের সঙ্গে। তিনি প্রতিনিধিকে বলেন, যে পেঁয়াজ এক সপ্তাহ আগে ৭০ টাকা করে কিনেছি, এখন তা কিনলাম ১০০ টাকা দিয়ে।আর তাজাম্মুল হোসেন নামে এক ক্রেতা জানান, তিনি শনিবার রাতে ৮০ টাকা দিয়ে এক কেজি পেঁয়াজ কিনেছেন। একাধিক ক্রেতা জানান, বিদেশ থেকে পেঁয়াজ আমদানির প্রভাবে মাঝে কয়েকদিন দাম কিছুটা কমেছিল। এখন আবার বাড়তির দিকে। বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নেই বলে এমনটি হচ্ছে বলে মনে করেন ক্রেতারা। তাদের অভিযোগ, বিভিন্ন উপজেলায় আদালতের অভিযান দেখা গেলেও বাজারে এর কোন প্রভাব পরেনি বাজার গুলোতে। তাই দোকানিরা ইচ্ছেমতো দামে পেঁয়াজ বিক্রি করছেন। বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মোকলেস বলেন, পাইকারি ৮৫- ৯০ টাকা করে কেজি প্রতি পেঁয়াজ কিনতে হয়েছে। এখন ১০০ টাকা কেজি বিক্রি করছি। অপর ব্যবসায়ী নয়ন হোসেন জানান, কোনো কারণ ছাড়াই আবার পেঁয়াজ কেজিতে দশ টাকা করে বেড়েছে। প্রতিদিন কেজিপ্রতি পাঁচ টাকা করে বাড়ছে। পুরাতন বাজারের পাইকারি কাঁচাবাজারে পেঁয়াজের বড় ব্যবসায়ী আবুল হোসেন বলেন, বাইরে থেকে যে পেঁয়াজ ঢুকেছে তার মান ভালো ছিল না। এখন পেঁয়াজ ঢোকা বন্ধ রয়েছে। তাই আবার দাম বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ এখন বিক্রি করছি ৭৫ টাকা করে। এক সপ্তাহ আগে যা বিক্রি করেছি ৬০-৬২ টাকায়। পেঁয়াজের দাম নিয়ে হতাশায় ক্রেতারা, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পন্য পিয়াজের দাম সহনীয় পর্যায়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...